চাকুরী

বিদেশী কর্মীদের কাজের নতুন সুযোগ দিচ্ছে জাপান

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপানের জাতীয় গভর্নার সমিতি দেশে কর্মী ঘাটতি মোকাবেলার লক্ষ্যে বিদেশি কর্মী গ্রহণকারী বৃত্তিমূলক খাতের সংখ্যা বাড়াতে আহ্বান জানিয়েছে বিচার মন্ত্রণালয়কে। উল্লেখ্য, কর্মী ঘাটতির নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতির ওপর।

সম্প্রতি বিদেশি কর্মীদের সাথে সম্পর্কযুক্ত বিষয়াদি সংক্রান্ত কর্মকর্তা গ্রুপের প্রধান আইচি জেলার গভর্নার হিদেআকি ওমুরা শুক্রবার বিচার মন্ত্রী তাকাশি ইয়ামাশিতা’র সঙ্গে বৈঠকে মিলিত হন।

মন্ত্রীকে ওমুরা বলেন সারা জাপানে ছোট ও মাঝারি আকৃতির কম্পানিগুলি মারাত্মক কর্মী ঘাটতির সম্মুখীন হচ্ছে।

সমাজে পারস্পরিক সহাবস্থানের আরও উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য আরও আর্থিক সহায়তার আহ্বান তিনি জানান। এধরণের ব্যবস্থার মধ্যে বিদেশি কর্মীদের জন্য ২৪ ঘন্টা চালু থাকা পরামর্শ কেন্দ্র তৈরি করাও অন্তর্ভূক্ত।

ইয়ামাশিতা বলেন তার মন্ত্রণালয় গভর্নার সমিতির অনুরোধ বিবেচনা ক’রে দেখবে এবং বিদেশ থেকে কর্মী আনার ব্যবস্থা আরও উন্নত ক’রে তুলবে।

জাপানে এপ্রিল মাসে কার্যকর হওয়া একটি সংশোধিত অভিবাসন আইনে রেস্তোরাঁ শিল্প, নার্সিং সেবা, নির্মাণ ও কৃষি খাত সহ ১৪টি খাতে বৃত্তিমূলক প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশি কর্মীদের কাজ করতে অনুমতি দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close