প্রধান শিরোনামবিনোদন
বিদেশি চ্যানেল ইস্যুতে সরকার চাপের কাছে নতি স্বীকার করবে না
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিদেশি চ্যানেল ইস্যুতে সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (০৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি জানান, সব দেশেই সম্প্রচার নীতিমালা রয়েছে। আমাদের দেশেও আছে। কিন্তু তারা আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দুই বছর তাদের সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। দেশের আইন মেনে স্বার্থ সংরক্ষণ করে ক্যাবল অপারেটরদের সাথে আলোচনা হতে পারে৷ তবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার।
তিনি আরও বলেন, ১৭টি চ্যানেলের ক্লিন ফিড আসে, সেগুলোও অনেকে চালাচ্ছে না। তারা শর্ত ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। সারা দেশে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। যে কোনো অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।