তথ্যপ্রযুক্তিদেশজুড়েশিক্ষা-সাহিত্য
বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন হবে অনলাইনে
বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থে বিদেশে যাবেন তাদের সকল সার্টিফিকেট অনলাইনে সত্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইনে সত্যায়নের এই কাজটি যৌথভাবে বাস্তবায়ন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের এটুআই এবং ইউজিসি।
ইতিমধ্যে বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে (apostille.mygov.bd) প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি দেশের ৪৯ টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও আইটি কর্মকর্তার অংশগ্রহনে উক্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে ইউজিসিতে একটি কর্মশালা সম্পন্ন হয়েছে। অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে এই প্ল্যাটফরমে যুক্ত করা হবে।