বিশ্বজুড়ে
বিজেপির কেন্দ্রীয় সভাপতির পদে আসছে পরিবর্তন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় সভাপতি পদে আসতে যাচ্ছে পরিবর্তন। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পরিবর্তে গুরুত্বপূর্ণ এই পদে আসতে পারেন কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।
দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে ভোটাভুটি হলেও নাড্ডার নির্বাচন এক প্রকার নিশ্চিত। সব ঠিকঠাক থাকলে আগামী ২০ শে জানুয়ারি সোমবার সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন জগৎ প্রকাশ নাড্ডা৷
গেল নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্ব ছিল জেপি নাড্ডার ওপর। সেখানে ৮০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়লাভ করে দলটি। তিনি হিমাচল বিধানসভা থেকে তিনবার বিধায়ক হয়েছিলেন৷ নিজ প্রদেশ থেকেই রাজ্যাসভার সদস্য হওয়ার পর ২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রী হন জগৎ প্রকাশ।