বিশ্বজুড়ে
বিক্ষোভে উত্তাল ব্রাজিল
ঢাকা অর্থনীতি ডেস্ক: মহামারি করোনা মোকাবিলায় ব্যর্থতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে অসন্তোষ বিরাজ করছে ব্রাজিলে। তারই ধারাবাহিকতায় শনিবার বিক্ষোভ র্যালিতে অংশ নেন হাজার হাজার মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের অনীহা আর অবহেলার কারণেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। বলসোনারো সরকারের অব্যবস্থাপনার কারণে সঠিক সময়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়নি বলেও অভিযোগ তাদের।
তারা আরও বলেন, কত দিন ধরে শুনছি দেশে ভ্যাকসিন আসছে। শুধু রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে মহামারি নিয়ন্ত্রণে আনা যাবে না। দরকার ভ্যাকসিন। অথচ এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ দেখছি না। কোনো চিকিৎসা নেই। শত শত মানুষ প্রতিদিনই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। হাজার হাজার শিশু এতিম হচ্ছে। বলসোনারো একজন গণহত্যাকারী। এভাবে একটা দেশ চলতে পারে না। তিনি ভাইরাসের চেয়েও বেশি ক্ষতিকর।
রিও ডি জেনেরও পাশাপাশি সাওপাওলোসহ ২০ অঙ্গরাজ্যের ৪৪টির বেশি শহরে এদিন সরকারবিরোধী বিক্ষোভ বের করা হয়। করোনা মহামারিতে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত কোভিড ১৯ এ মারা গেছেন ৫ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার। সবশেষ একদিনে মারা গেছেন ২ হাজারের বেশি। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ২৯ শতাংশ।