দেশজুড়েপ্রধান শিরোনাম
বিএনপি কোনো উসকানিতে পা দেবে না
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিএনপির কর্মসূচি ঘিরে ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপি কোনো উসকানিতে পা দেবে না বলে জানিয়েছেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ের চলমান কর্মসূচি কেমন হচ্ছে, এর সফলতা কী, সামনের আন্দোলন কেমন হবে ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদমাধ্যমে ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল। এ ছাড়া বিএনপির আন্দোলনের ভবিষ্যৎ কেমন হবে, তা সামনের দিনগুলো বলে দেবে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচি ঘিরে উসকানি দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে। তবে কোনো ট্র্যাপে পা দেবে না বিএনপি।’