দেশজুড়ে
‘বিএনপি কি এখন সেতুর উপর দিয়ে যাবে, না কি নিচ দিয়ে যাবে?’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পদ্মা সেতু নিয়ে নেতিবাচক প্রচারের জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পদ্মা সেতু যদি না হয় সে জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল বিএনপি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু যাতে না হয়, সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। সে ষড়যন্ত্রের সাথে বিএনপি যুক্ত ছিল। আজকে রাষ্ট্রের সম্পদ হিসেবে পদ্মা সেতু দৃশ্যমান। সেজন্য সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া প্রয়োজন।
পদ্মা সেতু কারো পৈত্রিক সম্পত্তি নয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু অবশ্যই একটি রাষ্ট্রীয় সস্পদ৷ এই রাষ্ট্রীয় সম্পত্তি রাষ্ট্রের সাথে যুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বলেছিলেন- আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। আর আওয়ামী লীগ যদি জোড়াতালি দিয়ে সেতু বানায়ও, সে সেতু দিয়ে কেউ যাবে না। সেজন্যই আমি প্রশ্ন রেখেছিলাম, বিএনপি কি এখন সেতুর উপর দিয়ে যাবে, না কি নিচ দিয়ে যাবে?
তিনি বলেন, ফখরুল সাহেবের কথায় বোঝা যায়, তারা সেতুর উপর দিয়েই যাবেন। তবে তার আগে সরকারকে তাদের একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন। একইসঙ্গে তাদের সকল ষড়যন্ত্র ও নেতিবাচক প্রচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
/আরএম