দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

বিএনপি এ দেশের অকল্যানকর একটি দল; স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি এ দেশের অকল্যানকর একটি দল, এ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার দুপুরে সাভারের ভাকুর্তায় সাভার-কেরানীগঞ্জ এ অবস্থিত ‘তেতুঁলঝোরা-ভাকুর্তা ওয়েলফিল্ড’ পরিদর্শন শেষে এ সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নেতিবাচক মন্তব্যই বিএনপির রাজনীতি। করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের সফলতায় তারা কালিমা লেপন করছে। এসময় দেশের চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

এর আগে মন্ত্রী ঢাকা ওয়াসার এই প্রকল্প এলাকা এবং এর কার্যক্রম পরিদর্শন করেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন ই খান জানান, ২০১৯ সালের অক্টোবরে নির্মিত প্রকল্পটির ১ম পর্ব থেকে দৈনিক প্রায় ১২-১৫ কোটি লিটার পানি মিরপুর এলাকায় সরবরাহ করা হচ্ছে যার ফলে মিরপুর এলাকার পানির চাহিদা অনেকাংশে লাঘব সম্ভব হয়েছে। এবং মিরপুরের ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস হয়েছে।

এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দীনসহ ঢাকা ওয়াসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close