দেশজুড়ে

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান মারা গেছেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান মারা গেছেন। মঙ্গলবার (০৪ আগস্ট) রাত ৯ টা ১০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

তাঁর একমাত্র মেয়ে মেহরাজ মান্নান। তার স্বামী ব্যারষ্টার নাসিরউদ্দিন অসীম।

আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close