শিক্ষা-সাহিত্য

বিএনপির দুদুকে গ্রেপ্তারের দাবী জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

জাবি প্রতিবেদক: ১৫ আগস্ট নিয়ে কটুক্তিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুর এই কুশপুত্তলিকা দাহ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহর চত্বর থেকে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি গনতন্ত্রবিরোধী-সাম্প্রদায়ীকতার পৃষ্ঠপোষক তথাকথিত রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Close
Close