দেশজুড়েপ্রধান শিরোনাম

বিআরটিএ’র সাবেক কর্মকর্তার গোপন কুঠুরিতে ৩৩ লাখ টাকা

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার ঝিনাইদহে বিআরটিএ’র সাবেক সহকারি পরিচালক বিলাস সরকারের ঘর থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সরকারি এ কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে গত ১০ সেপ্টেম্বর মারা যান। শহরে একটি ভাড়া বাসায় তিনি একা থাকতেন। পরিবারের সদস্যরা থাকেন ঢাকায়। মৃত্যুর পর পরিবারের দুই সদস্যের উপস্থিতিতে গতকাল তল্লাশি চালানো হয়।

এসময় আলমারির ড্রয়ার ও গোপন কুঠুরি ভাঙলে বেরিয়ে আসে ৩৩ লাখ ১৮ হাজার টাকা। সন্দেহজনক হওয়ায় টাকা জব্দ করেছেন জেলা প্রশাসক। ধারনা করা হচ্ছে মৃত সরকারি কর্মকর্তা এ অর্থ অন্যায়ভাবে অর্জন করেন এবং তার বাসায় লুকিয়ে রাখেন।

Related Articles

Leave a Reply

Close
Close