দেশজুড়েপ্রধান শিরোনাম
বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুইজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই পরিবারের আরও তিন সদস্য আহত হন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার চাতুরী বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
এই নিহতরা হলেন মফিজ উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ জয়নাব বেগম। আহতরা হলেন একই পরিবারের কামাল, নেসার ও বুলবুলি।
ওসি জানায়, কয়েকদিন আগে নিজ বাড়িতে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান মফিজ উদ্দিন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন মফিজ। ফেরার পথে আনোয়ারা উপজেলার চাতুরী বাজার নামক এলাকায় অ্যাম্বুলেন্সটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।