দেশজুড়ে

বাড়ি থেকে বন্ধুকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফেনীতে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতরাতে ধর্মপুর এলাকার মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু জসিম। এ সময় জসিমের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় মাসুদের। একপর্যায় জসিমের হাতে থাকা ছুরি দিয়ে মাসুদকে ঘাড়ের ওপর আঘাত করলে মাটিতে পড়ে যায় সে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় জসিম।

পরে আহত মাসুদকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনীর আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাজমুল হাসান সাম্মি বলেন, ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

ফেনীর ফুলগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close