দেশজুড়ে

বাড়ির টিউবওয়েলের পানিতে ঔষধ মিশিয়ে চুরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নীলফামারীর কিশোরগঞ্জে টিউবয়েলের মধ্যে চেতনানাশক ওষুধ দিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

এ ঘটনায় অসুস্থ্য বাড়ির মালিক জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রোববার থানায় এজাহার দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে ২০ নভেম্বর রাতে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের চতুরপাড়া গ্রামে। সংঘবদ্ধ চোরের দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ৭ লক্ষধিক টাকার মালামাল নিয়ে গেছে।

জানা গেছে, দুষ্কৃতকারীরা কৌশলে তার বাড়ির ভিতরের টিউবয়েলের মধ্যে চেতনানাশক ওষুধ দেয়। রাতের খাবারের সঙ্গে বাড়ির সদস্যরা ওই টিউবয়েলের পানি পান করেন। এতে সবাই ঘুমে অচেতন হয়ে পড়েন।

গভীর রাতে দেয়াল টপকে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির ভিতরে ঢুকে শোয়ার ঘরের দরজা ভেঙ্গে ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। পরদিন অসুস্থ বাড়ির মালিক জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সম্প্রতি একই কৌশলে এ চক্রটি গদা গ্রামের আনারুলের বাড়ি থেকে প্রায় ৬ লাখ টাকা, মোটরসাইকেল ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক এ ঘটনায় এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ এ চক্রটিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close