দেশজুড়ে
বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাবনা, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।