দেশজুড়ে
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, এসি লিংক’কে জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মানিকগঞ্জের এসি লিংক পরিবহন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জে এসি লিংক কাউন্টারে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ থেকে মতিঝিলের নির্ধারিত ভাড়া ২০০ টাকা। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা আদায় করে এসি লিংক কর্তৃপক্ষ। পরে সরেজমিনে এর সত্যতা পাওয়ায় এসি লিংক কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান এই কর্মকর্তা।