দেশজুড়ে

বাড়ছে রূপালি ইলিশের দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রামের ফিশারিঘাটে বেড়েছে রূপালি ইলিশের দাম। কম সরবরাহের অজুহাতে বাড়ছে রূপালি ইলিশের এমন দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি দেড়শ থেকে দুইশ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। তবে, সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে সামুদ্রিক মাছের দাম। সরবরাহ বাড়ায় কমতির দিকে দেশি মাছের দামও।

প্রতিদিন বড় মাছের বাজার এই ফিশারীঘাটে ক্রেতা ও বিক্রেতাদের হাকডাকে মুখর থাকে এই মাছের হাট। গত সপ্তাহে দেখা মিলেছিল রূপালি ইলিশের। তবে এ সপ্তাহের দেখা গেল উল্টো চিত্র। বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। সরবরাহ কম থাকায় প্রতি কেজি ইলিশের দাম বেড়ে গেছে ১০০ থেকে ২০০ টাকা।

একজন বিক্রেতা জানান, আজকে বেচতেছি ৬০০ থেকে ৭০০ টাকা। ১ কেজিরগুলো ১০০০ থেকে ৮০০ টাকা।

তবে সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় বাজারে কমে গেছে সামুদ্রিক মাছের দাম। চাপিলা, লাক্ষ্যা, সুরমা, কৈ, কোরাল থেকে শুরু করে সব ধরনের সামুদ্রিক মাছের দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। শুধু সামুদ্রিক মাছই নয়, দেশি মাছের দামও কমেছে।

গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা কমেছে দেশি মাছের দাম। সাগরে যারা মাছ ধরতে গিয়েছে তারা ফিরে আসলে রূপালি ইলিশসহ অন্যান্য মাছের দামও কমে যাবে।

আরআই/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close