দেশজুড়ে

বাস থেকে ফেনসিডিল উদ্ধার, চালকসহ আটক ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের বাসে তল্লাশি করে ৯০০ পিস প্যাথেডিন ইনজেকশন ও ১৯০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌ মাথা এলাকা থেকে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হানিফ বাসের ড্রাইভার পলাশ সরকার (২৯), সুপারভাইজার রবিউল ইসলাম (২৭) ও হেলপার শাহ আলম মিয়া (৩১)

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, দিনাজপুর-চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানার সামনের সড়কে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Close
Close