দেশজুড়েপ্রধান শিরোনাম

বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সোয়াগাজী ইউটার্নে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

নিহতরা হলেন, ঢাকার সিটির খিলগাঁও তালতলা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) এবং লক্ষ্মীপুর জেলার হামন্দী এলাকা ফখরুল আলম দুলাল (৫২)। বেলাল প্রাইভেটকার চালক।

স্থানীয়রা জানান, ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ২জন মারা যান। পরে ঢাকা নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বাস ও প্রাইভেটটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Vyděšený muž trpící bolestí v hýždích zvracel Vaření vepřového jazyka: tajemství něžné lahůdky Kde umístit orchidej Jak nahradit sůl v pokrmech: 7 skvělých Jak vyčistit skleněné nádobí bez Šťavnaté a chutné: tradiční recept na kuřecí řízky k večeři
Close
Close