দেশজুড়ে
বাস্তবতা হল ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি: কাদের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটিতে প্রতিদিনই নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা আমরা যতটাই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন, এখনও এটা নিয়ন্ত্রণে আসেনি। এটা হল বাস্তবতা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেভাবে কাজ চলছে তাতে এডিস মশার প্রজনন ক্ষেত্র বন্ধ হবে না, এডিস মশার উৎসমূল বন্ধ করতে পারব না। ডেঙ্গুজ্বরের যে ভয়ংকর বিস্তার, এই বিস্তারও আমরা রোধ করতে পারব না।
ওবায়দুল কাদের বলেন, সামনে ঈদ, ঈদের সময় সিটি থেকে অনেকেই ঘরমুখো হবেন। অনেকেই গ্রামে যাচ্ছেন, যাবেন। এখানেও এ ডেঙ্গুজ্বরের বিস্তারের একটা আশঙ্কা আছে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রথম কাজটি হচ্ছে সচেতনতা ও সতর্কতা প্রচার করা। এই মশার প্রজনন ও বংশবিস্তার বন্ধের পূর্বশর্ত হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা।