দেশজুড়েপ্রধান শিরোনাম
বাসে ২৬ যাত্রীর জায়গায় উঠলেন ৫৭ জন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সামাজিক দূরত্ব বজায় না রেখে বাসে আসনের অতিরিক্ত যাত্রী তোলায় চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি কারখানাকে জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদ।
তিনি বলেন, অফিস ছুটির পর ইপিজেডের প্যাসিফিক জিন্স লিমিটেড কোম্পানির একটি বাস কর্মচারীদের নিয়ে ফিরছিল। এ সময় ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় বাসটি থামানো হয়। এতে ৫২ আসন রয়েছে। স্বাস্থ্যবিধি অনুসারে বাসে ২৬ যাত্রীর ওঠার কথা থাকলেও ছিলেন ৫৭ জন। এর মধ্যে দাঁড়িয়ে ছিলেন পাঁচজন। এতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ বলেন, অতিরিক্ত কর্মী পরিবহন করায় কোম্পানিকে ১০ হাজার টাকা ও প্রত্যেক কর্মীকে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের পাশাপাশি যারা যাত্রী তারাও সচেতন হওয়া উচিত।
/এন এইচ