দেশজুড়ে

বাসায় ঢুকে যুবককে গলা কেটে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. ইসমাইল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসমাইল হ্নীলার পানখালি এলাকার মো. ইদ্রিসের ছেলে।

ইসমাইলের ভাই ইব্রাহীম জানান, হ্নীলার মণ্ডলপাড়া এলাকার বাইট্টা মাদুর ছেলে এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি আব্দুর রহমান ও আব্দুস সালামের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক বাসায় এসে ইসমাইলকে ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যায়। এরপর উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইসমাইল মারা যায়।

হ্নীলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়।

স্থানীয় মেম্বার হোছাইন আহমদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলের গলা কেটে দেয়া হয়। এরপর সে মারা যায়।

ঘটনার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার এসআই আবুল মনছুর জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close