দেশজুড়ে
বাসচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রামে আগে যেতে সাইড না দেয়ায় আব্দুল রহিম নামে এক বাসচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মো. মোখলেসুর রহমান।
এসময় তিনি বলেন, আসামিরা তিনজনই পরস্পর আত্নীয়। গত শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসে করে হাটহাজারী থেকে নগরীতে আসার পথে সাইড না দেওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে দ্রুতযান স্পেশাল সার্ভিসের চালক আব্দুর রহিমের ঝামেলা হয়। পরে তারা নগরীর বায়েজিদ এলাকায় বাসের গতিরোধ করে চালককে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ওই চালক অজ্ঞান হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই তিন আসামি আরও এক চালককে মারধর করেছে বলেও জানান তিনি।
গতকাল রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর আমিন জুট মিল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রাথমিকভাবে মারধরের কথা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।