দেশজুড়ে
বাল্যবিয়ে দেয়ার চেষ্টা, কাজিকে ৬ মাসের কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক কাজিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও চৌধুরী রওশন সংবাদমাধ্যমে বলেন, উপজেলার পুলিশ মাইল এলাকায় কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে কনের পরিবার ও বর বিয়ের আসর থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাজি আনোয়ারুলকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।