দেশজুড়ে

বাল্যবিয়ের দায়ে কাজীসহ ৪ জনের কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় কাজীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সংবাদমাধ্যমে জানান, বুধবার জানতে পারি সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে স্থানীয় কাজী হাবিবুর রহমান নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেমিকের বাল্যবিয়ে পড়াচ্ছেন। এরপর তার অফিসে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় কাজী হাবিবুর রহমান, তার সহযোগি আতাউর, কাউসার গাজী ও শফিকুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজী হাবিবুর রহমান, সহযোগি আতাউর ও শফিকুলকে এক বছর এবং কাউসার গাজীকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া ওই কাজীর লাইসেন্স বাতিলের জন্যও আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close