ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

ধামরাই প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর গুজবে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ ঘটনায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৯মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাধুলি এলাকায় রাইজিং গ্রুপের মাহমুদা অ্যাটার্চ লি. কারখানার শ্রমিকরা এ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেয়ার জন্য কারখানার বাসে করে শ্রমিকরা অফিস যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২০ জন শ্রমিক আহত হয়। পরে তাদের উদ্ধার করে কারখানায় নেয়ার পর আহত অবস্থায় ফেলে রাখে কর্তৃপক্ষ।

এ সময় শ্রমিকদের চাপে তাদের হাসপাতালে পাঠাতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। তবে অ্যাম্বুলেন্সে না নিয়ে তাদের বাসে করে হাসপাতালে পাঠানো হলে বিক্ষোভ করতে থাকে তারা। পরে এক শ্রমিক নিহতের গুজব ছড়ালে মহাসড়কে নেমে আসে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এ সময় প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানায়, ‘তাদের কারখানায় অ্যাম্বুলেন্স নেই, ভালো ডাক্তার তো দূরের কথা একটি ভালো সেবিকাও (নার্স) নেই। এ সময় কারখানায় অ্যাম্বুলেন্স, ডাক্তার ও নার্সের দাবি জানান তারা। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে দেড়ঘণ্টা পর রাস্তা থেকে সরে যান।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Prozkoumejte naše nejlepší tipy a triky pro vaši kuchyni, zahradu a životní styl. Učte se nové recepty, objevujte užitečné rady a články o pěstování zeleniny. Buďte inspirací pro svůj domov a žijte plnohodnotný život s našimi užitečnými články. Záhada: Najdi upíra mezi lidmi Šnečci unikají sami: zahradník odhaluje babiččinu chytrou metodu ochrany rostlin Na hořčici koupenou v obchodě se už nepodíváte: jak Kde se ukrývá Skrytý účel záložky v lahvi s olejem: Odhalení otřeslo Brambory s klíčky: Zdravotníci odpovídají, zda je Řidiči budou Jak snadno Zbytečné potřeby: Jak vypěstovat „nekonečnou“ cibuli ze zbytků jídla Vynikající velikonoční Zahrádkáři vyzváni k posypání trávníků cukrem: Jak třešně ovlivňují spánek: odborníci na výživu odhalili výhody tohoto Nová zpráva Vynikající velikonoční svačina s pouhými 4 vejci: Bombový 4 tajné otázky, které ovlivňují rozhodnutí být ve Rozdíl mezi dvěma učiteli: potřebujete "orlí zrak" k Naučte se, jak udělat domácí domácí Pokusy s našimi jedinečnými tipy a triky. Najdete u nás také vynikající recepty na české speciality a užitečné články o zahradničení. Sledujte nás pro více inspirace a užitečných nápadů každý týden!
Close
Close