দেশজুড়েপ্রধান শিরোনাম
বাবা নয়, ভাতিজির লাশ বুকে নিয়ে চাচার আহাজারি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মৃত স্বজনের জানাজায় অংশ নিতে পরিবারের সবাই মিলে যাচ্ছিলেন শেরপুরে। কিন্তু মরণদূত ছোট্ট বুলবুলিদের যেতে দেয়নি! তাদের বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহত আটজনের মধ্যে শিশু বুলবুলির (৮) লাশ বুকে জড়িয়ে রাখা এক ব্যক্তির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ছবি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এক ছবিটিতে দেখা গেছে, মাটিতে শুয়ে এক শিশুকে জাপটে ধরে বিলাপ করছেন শরীফুল নামে এক ব্যক্তি। কিন্তু ততক্ষণে ওই শিশুকন্যা চলে গেছে না ফেরার দেশে। বাবা-মেয়ে নয়, সম্পর্কে তারা চাচা-ভাতিজি বলে জানায় নিহতদের পরিবার।
জানা যায়, বুলবুলির পিতার নাম শাহজাহান। তিনিও ওই মাইক্রোবাসে ছিলেন। দুর্ঘটনার পর তিনি বেঁচে ফিরলেও বাঁচতে পারেনি মেয়ে বুলবুলি। পরে শাহজাহান ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। মঙ্গলবার বিকেলে তিনি এই প্রতিবেদকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বুলবুলির বাবা শাহজাহান বলেন, আমার ভাই শরীফুল আমার শিশুকন্যা বুলবুলিকে পানি থেকে উদ্ধার করে বুকে জড়িয়ে ধরে রাখেন। কিন্তু আমার মেয়ে ততক্ষণে মারা গেছে। অনেকেই বাবা-মেয়ে বলে যা লিখছেন, তা ঠিক নয়।
ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। সেখানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
/এন এইচ