দেশজুড়ে
বাবার পিস্তল দিয়ে ডিসি পুত্রের আত্নহত্যা
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকার আজিমপুরে বাবার পিস্তল দিয়ে কলেজ পড়ুয়া ছেলে আত্মহত্যা করেছে। জানা গেছে, সাদিক বিন সাজ্জাদ নামে এক কলেজছাত্র নিজের বাসায় বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। সাদিক সিটি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র ছিলেন।
তার বাবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
জানা গেছে, সকালে সবাই যখন ঘুমে ছিলেন তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল।
ডিএমপির ডিসি ও এডিসি পদমর্যাদার দুইজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লালবাগ জোনের ইন্সপেক্টর (অপারেশন) আসলামুদ্দিন বলেন, একটা লাইসেন্স করা অস্ত্র দিয়ে রমনা জোনের ডিসির ছেলে সাদিক আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
সম্প্রতি ডিএমপির রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে যোগদার করেন সাজ্জাদুর রহমান। ২০১২ সালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন সাজ্জাদুর রহমান। ২০১৫ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সাতক্ষীরার এসপির দায়িত্ব পালন করেন তিনি।