দেশজুড়ে
বেগুন বিক্রির টাকার জন্য বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীর (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার ১ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরক্তি পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ লালপুর উপজেলার শোব ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ঘুঘুর আলীর সঙ্গে বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধে জড়ান তারই ছেলে মুনসুর আলী। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুনসুর শাবল দিয়ে বাবা ঘুঘুর আলীকে হত্যা করেন। পরে ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে মুনসুর আলীকে একমাত্র আসামি করে লালপুর থানায় হত্যা মামলা করেন।