দেশজুড়ে
বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জে বাবা ইসরাইল মিয়াকে হত্যার দায়ে ছেলে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এদিকে মানিক মিয়া জামিনে থাকার পর আদালতে হাজিরা দিয়েই পালিয়ে যায়।
মামলার বিবরণে প্রকাশ, কিশোরগঞ্জ সদর উপজেলার করমূলি গ্রামে পারিবারিক অশান্তির জেরে ২০০৮ সালের ২২ জুলাই রাতে মানিক মিয়া ধারালো দা দিয়ে ঘরের ভেতরেই ইসরাইল মিয়াকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ইসরাইল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের স্ত্রী রেখা আক্তার ওরফে সুফিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামুন মিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামুন মিয়া গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এহতেশামুল হক জুয়েল। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয়।