প্রধান শিরোনামবিশ্বজুড়ে
বাবরি মসজিদের বির্তকিত জমি পেলো হিন্দু পরিষদ, মসজিদের জন্য বিকল্প জায়গা বরাদ্ধ
ঢাকা অর্থনীতিে ডস্ক: ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় দিলো ভারতের সুপ্রিম কোর্ট। হিন্দু পরিষদকে দেয়া হলো বাবরি মসজিদের বির্তকিত ২ দশমিক সাত একর জমি। পাশাপাশি মসজিদ তৈরির বিকল্প জায়গা হিসেবে অযোধ্যাতেই ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের মতে, মসজিদের জমির মালিকানার পক্ষে প্রমাণ দিতে পারেনি মুসলিমরা।
এর আগে, স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রায় পড়া শুরু করেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। রায়ে বলা হয়েছে, খালি স্থানে বানানো হয়নি বাবরি মসজিদ; কাঠামোর নিচে ছিল একটি মন্দির। তবে, মন্দির ভেঙ্গে মসজিদ তৈরির কোন প্রমাণ পাওয়া যায়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ, শিয়া ওয়াকফ্ বোর্ড ও নির্মোহী আখড়ার দুটি আলাদা পিটিশন খারিজ করেছেন। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতজুড়ে। মধ্যরাত থেকে ২৮ শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।