দেশজুড়ে

বান্দরবানে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বান্দরবান পার্বত্য জেলায় এবার ৫ দিনের ব্যবধানে ফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন রোয়াংছড়ি উপজেলার সাবেক ইউপি মেম্বার সা উ প্রু মার্মা (৫৫)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার নতুন পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সা উ প্রু মার্মা উপজেলার নতুন পাড়া এলাকার রাস্তা দিয়ে একা নিজ বাসায় যাওয়ার সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, সা উ প্রু মার্মা পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (সংস্কার) গ্রুপের সমর্থক ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে জেএসএস মূল গ্রুপ হত্যা করতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। বান্দরবানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে রোয়াংছড়ি থানার তদন্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।’

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর জেলার সদর উপজেলার জামছড়ি বাজারে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা পল্লী চিকিৎসক বাচমং মার্মা নিহত হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close