দেশজুড়ে

বাণিজ্য মেলায় ভোক্তা হয়রানির প্রতিকার মিলছে তাৎক্ষণিক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হয়রানির অভিযোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন পর্যন্ত ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিভিন্ন আইন ভঙ্গের দায়ে ১৭টি প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা। এতো প্রচার প্রচারণার পরও অনেক ক্রেতা-দশর্নাথীও আছেন যারা ভোক্তা অধিকার সম্পর্কেই জানেন না।মোড়ক আইন অনুযায়ী, যেকোন পণ্যে উৎপাদন, মেয়াদ এবং দাম দৃশ্যমান রাখার কথা থাকলেও সে বিষয়ে সচেতন নন বিক্রেতারা। বিষয়টি বিক্রেতাদের নজরে আনলে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন তারা।

বাণিজ্যমেলায় বিশেষ করে খাদ্যপণ্যের দোকানগুলোতে দেখা যায়, অনেক ক্রেতাই পণ্য কেনার সময় দেখে নিচ্ছেন বিস্তারিত তথ্য। আবার উল্টো চিত্রও আছে মেলায়। অনেক ভোক্তাই আছেন, প্রতারিত হলে করণীয় কী, তা জানেন না।

ভোক্তার অধিকার সংরক্ষণ করতে মেলার প্রথম দিন থেকেই কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই মধ্যে করা হয়েছে জরিমানাও।

বাণিজ্য মেলার শেষদিন পর্যন্ত মেলা প্রাঙ্গণে সেবা দেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও কোনো প্রতিষ্ঠানের পণ্য কিনে প্রতারিত হলে অভিযোগ করা যাবে মেলার পরও।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close