দেশজুড়ে
বাণিজ্য মেলায় ভোক্তা অধিকারে অভিযোগে মিলবে প্রতিকার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিদপ্তরের দুই টিম সার্বক্ষণিক কাজ করছে।
কোনো প্রতিষ্ঠান নকল পণ্য বিক্রি ও অতিরিক্ত দাম রাখলে অভিযোগ করে এর প্রতিকার পাবেন গ্রাহকেরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টলে অভিযোগ করলেই এ প্রতিকার পাওয়া যাবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গবেষণাগারের পরীক্ষক রিয়াদুল ইসলাম জানান, নকল পণ্য, দাম বেশি রাখাসহ গ্রাহক প্রতারিত হলে এ স্টলে অভিযোগ করতে পারবেন। অভিযোগ প্রমাণিত করলেই পাবেন তাৎক্ষণিক প্রতিকার। মেলায় আমাদের দুইটি টিম কাজ করছে। যেকোনো গ্রাহক অভিযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।
/এন এইচ