আমদানি-রপ্তানীবিশ্বজুড়েশিল্প-বানিজ্য
“বাণিজ্য, বিনিয়োগ নিয়ে নতুন ধারায় আলোচনা”; ভারত-চীন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দু’দিনের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।
পরে ভারতীয় সরকার শনিবার (১২ অক্টোবর) জানায়,, বাণিজ্য-বিনিয়োগ ও পরিষেবা নিয়ে আলোচনার জন্য ভারত ও চিন দুই দেশের মধ্যে একটি নতুন প্রক্রিয়া চালু করবে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই চেন্নাইয়ে আশেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারপর থেকে এই দুই নেতা একে অপরের সঙ্গে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন।
চেন্নাইয়ের বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা, জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বললেন মোদি। (সূত্র: এনডিটিভি)