বিশ্বজুড়েশিল্প-বানিজ্য
বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি নিয়ে জি ২০র মন্ত্রীদের বৈঠক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শনিবার (৮ জুন) জাপানের রাজধানী টোকিওর অদূরে অবস্থিত সুকুবা শহরে জি ২০ভুক্ত দেশগুলোর বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রীরা তাঁদের প্রথম দিনের বৈঠক শেষ করেছেন।
জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিরোশিগে সেকো’র সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করছেন জাপানের যোগাযোগ মন্ত্রী মাসাতোশি ইশিদার।
সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য তথ্য উপাত্তের উন্মুক্ত প্রবাহ প্রয়োজনীয় বলে উল্লেখ করেন সেকো।
দুদিনের এই বৈঠকের প্রথম দিনে ডিজিটাল অর্থনীতির উপর আলোকপাত করা হয়। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, বিশ্বব্যাপী দ্রুত গতিতে ইলেকট্রনিক উপাত্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তৃত হয়ে চলার মুখে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতকরণের উপায় নিয়ে আলোচনা করছেন।