শিল্প-বানিজ্য

বাড়ার তিনদিনের মাথায় দেশের বাজারে সোনার দাম কমলো

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রেকর্ড দাম বাড়ার তিনদিনের মাথায় দেশের বাজারে সোনার দাম কমার সিদ্ধান্ত এসেছে। ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমছে সবচেয়ে ভালো মানের সোনার দাম। এতে করে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ৯৭ হাজার ৬২৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি মঙ্গলবার বৈঠক করে নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে করে তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা।

এর আগে, দেশের বাজারে কখনো সোনার এতো দাম হয়নি। গত ১৯ মার্চ থেকে সোনার সেই দাম কার্যকর হয়। তবে তিনদিন পরই সোনার দাম কমাচ্ছে বাজুস।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close