আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
বাগেরহাটের চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামী আশুলিয়ায় গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাগেরহাট জেলার রামপাল থানার চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামী সাইকুল ও মিজানকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা এই হত্যাকান্ডে ঘটিয়েছিল।
শনিবার (১৯ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো বাগেরহাট জেলার সাইকুল শেখ (৩৫) ও মিজান শেখ (৩৭)। এরা দুজনই মামলার এজহারনামীয় পলাতক আসামী।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় গত ২১ ফেব্রুয়ারী রেজাউল নামের এক ব্যক্তি হত্যার শিকার হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২ তারিখ ২৩/০২/২০২১ ধারাঃ ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩০২/ ৫০৬/ ৩৪ পেনাল কোড ১৮৬০)। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিল। এ ঘটনায় আসামীদের গ্রেফতারের জন্য র্যাব এর গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। পরে (১৯ জুন) শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক এই দুই আসামীদের গ্রেফতার করে র্যাব।
ঘটনার পরপরই আসামীরা পালিয়ে এসে আশুলিয়া থানা এলাকায় পোশাক কারখানায় কাজ করতে থাকে। মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা এই হত্যাকান্ডে ঘটিয়েছিল বলেও জানায় র্যাব।