দেশজুড়েপ্রধান শিরোনাম
বাগান থেকে আম সংগ্রহ ও বাজারজাত শুরু
অর্থনীতি ডেস্ক: সাতক্ষীরায় প্রথম ধাপে বাগান থেকে পরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫মে) সকালে সাতক্ষীরা জেলার প্রতিটি আমবাগান থেকে প্রথম পর্যায়ে আমচাষিদের গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম পাড়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে আমবাগান থেকে আম সংগ্রহের পর আমচাষি ও ব্যবসায়ীরা সুলতানপুর বড়বজারসহ বিভিন্ন পাইকারি বাজারে বাজারজাত করছেন।
আমচাষিরা জানায়, এ বছর আম গাছে গুটি আসার পরপরই শিলাবৃষ্টি হয়। এতে মুকুল ঝড়ে যাওয়ায় আশানুরূপ আম হয়নি। তবে প্রথমে আম বাজারজাত করতে পারলে মূল্য বেশি পাওয়া যাবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ন কবির বলেন, পরবর্তী ধাপে পর্যায়ক্রমে ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন তারিখে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। তবে নির্ধারিত সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষি অপরিপক্ব আম পেড়ে বাজারজাত করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।