দেশজুড়ে
বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে (১৫) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শনিবার (০৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলা করে।
সোমবার (১১ জানুয়ারি) সকালে কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।
প্রতিবন্ধী কিশোরীর বাবা জানায়, শনিবার রাতে বাক প্রতিবন্দ্বী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে আল আমীনের বাড়ি থেকে বের হতে দেখা যায়। পরে মেয়ে ইশারা-ইঙ্গিতে জানায়, তাকে হাত-মুখ চেপে ঘরে নিয়ে আল আমিন ধর্ষণ করে।
পুলিশ ও নির্যাতিতার স্বজনরা জানায়, মগটুলা ইউনিয়নের মৃত মো. মরছব আলীর ছেলে আল-আমীন প্রায় ছয় বছর আগে পাশের গ্রামে বিয়ে করে। স্বামীর নির্যাতনে কারণে শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যায় স্ত্রী। পরে চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় লোকজন আল-আমীনকে কানধরে উঠবস, জুতাপেটা এবং অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে থানায় নেয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। সোমবার ময়মনসিংহ মেডিকেলে নির্যাতিতার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ২২ ধারায় জবানবন্দির জন্য নির্যাতিতাকে আদালতে নেয়া হবে বলেও জানান তিনি।
/এন এইচ