প্রধান শিরোনামরাজস্বশিল্প-বানিজ্য

বাইরে চলে যাওয়া টাকা আবার দেশে ফেরত আসবে

ঢাকা অর্থনীতি ডেস্ক: যেসব টাকা দেশের বাইরে চলে গেছে (পাচার হয়েছে), তা আবার ফেরত আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিদেশে টাকা রাখলে লাভের বদলে ব্যাংকগুলোকে সার্ভিস চার্জ বাবদ টাকা দিতে হয়। এতে লাভের চেয়ে লোকসান বেশি হয়।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯-২০’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

দেশের বাইরে অর্থ চলে যাচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে কয়েকটি দেশ আছে, সেসব দেশ এগুলো অ্যালাউ করে। এর মধ্যে ইউএই (সংযুক্ত আরব আমিরাত) একটি। অন্যান্য দেশও আছে। এটা শুধু বাংলাদেশ থেকে যায় না, অন্যান্য দেশ থেকেও তাদের ওখানে অর্থ আসে।’

প্রবাসীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা বৈধ পথে দেশে রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠাবেন। এতে নিজেরা উপকৃত হবেন, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সহযোগী হবেন। রেমিট্যান্স পাঠানোর অনেক সোর্স আছে। আপনারা আমাকে বিশ্বাস করুন, আপনারা ঠকবেন না। আপনি যখন অবৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাবেন, তখন নিজেরা উপকৃত হলেও দেশ উপকৃত হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

Related Articles

Leave a Reply

Close
Close