আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
বাইপাইল-চন্দ্রা মহাসড়কে পুলিশের চেকপোস্ট, পরিবহন চলাচলে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদকঃ ঈদকে সামনে রেখে সরকারি আদেশ উপেক্ষা করে লোকাল বাস, মিনিট্রাক বা মাইক্রোবাসে করে ছুটছেন মানুষ। সরকারি আদেশ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ।
সোমবার (১০ মে) বিকাল থেকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেক চেকপোস্ট বসিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সুদীপ কুমার গোপ। তিনি বলেন, যে সকল বাস বা গণ পরিবহন ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করেছে আমরা সেগুলোকে ফেরত পাঠিয়েছি। আমাদের এই কার্যক্রম চলবে।
বাইপাইল-চন্দ্রা মহাসড়ক দিয়েই ঢাকা থেকে বেশিরভাগ গাড়ি উত্তরবঙ্গ অভিমুখে চলাচল করে। তাই এ সড়কের জিরানী পয়েন্টের চেকপোস্ট থাকায় ঢাকা জেলার বাস বাইরে যেতে পারবেনা আবার বাইরের বাস ঢাকায় ঢুকতে পারবেনা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত করিম বলেন, গণপরিবহনের বদলে হাইএস(মাইক্রোবাস) চলতেছে। আমাদের মনিটরিং বাড়ানো হয়েছে। যাত্রীদের নামিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়া হচ্ছে।
/আরএম