প্রধান শিরোনামবিশেষ প্রতিবেদন
বাংলা চ্যানেল পাড়ি দিলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে কক্সবাজার টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
সোমবার (৩০ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এ চ্যানেল পাড়ি দিয়েছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস জানান, কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মিনিটে সাঁতার শুরু করা হয়। সাঁতারে ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল ৩ টায় ৪৮ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যানেল পাড়ি দিতে ৬ ঘন্টা সময় লেগেছে।
তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না। কিন্তু এই চারমাসে সাঁতার শিখে এমন একটি চ্যানেল পাড়ি দিতে পারবো, এটা সত্যিই আমার জন্য অনেক গর্বের। এই অর্জন, আগামীতে আরো ভালো কিছু করতে উৎসাহ দিবে।
উলেখ্য,২০১৯ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরে ও ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেন তিনি। এছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে কক্সবাজার এ অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করে সফলতার সাথে দৌড় সম্পন্ন করেন।
/এন এইচ