দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলামোটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার বেলা ১২টার পর এ আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারের ১০তলা ভবনের ছয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা ১২টা ১৫ মিনিটে এ খবর পাই। ফয়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১২টা ২৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কিংবা আগুন লাগার কারণ সম্পর্কে জানা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close