দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের অভিন্ন ৬টি নদীর পানি বণ্টনকে প্রাধান্য দিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) টেকনিক্যাল কমিটির দুই দিনব্যাপী ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়। আগামীকাল বুধবার বিকেল ৩টায় এ বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৬টি অভিন্ন নদী হলো- খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী। এছাড়া গঙ্গা ও তিস্তার পানি বন্টন এবং সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা নিয়েও আলোচনা হবে।

দুই শীর্ষ নেতার বৈঠকের পরই দুই দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। সে অনুযায়ী জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরপর আগামী মার্চ মাসে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close