করোনাদেশজুড়ে

বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা প্রদান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও এর পাশ্ববর্তী এলাকায় সমাজে যারা চক্ষুলজ্জায় ত্রাণের জন্য লাইনে দাঁড়ায় না তাদের তালিকা করে ২৮ এপ্রিল ২০২০ তারিখ রাতে বাসায় বাসায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়।

উপযুক্ত প্যাকেটের মাধ্যমে তাদের কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বাসায় বাসায় পৌঁছে দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ এই মানবিক সহায়তা প্রদান করেন। জাতীয় যে কোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।-আইএসপিআর

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close