চাকুরী
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) এ-২০২০ ব্যাচে নিয়োগের জন্য বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের থেকে দরখাস্ত আহ্বান করেছে।
পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) (পুরুষ)
পদের নাম: মাধ্যমিক/সমমান। বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ ন্যূনতম।
পদের নাম: মেডিকেল (পুরুষ/মহিলা)
পদের নাম: জীববিজ্ঞানসহ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান। কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
পদের নাম: পেট্রোলম্যান, কুক ও এমওডিসি (নৌ) (পুরুষ)
পদের নাম: জিপিএ ৩.০০-সহ মাধ্যমিক/সমমান পাস।
পদের নাম: রাইটার, স্টোর ও স্টুয়ার্ড (পুরুষ ও মহিলা)
পদের নাম: জিপিএ ৩.০০-সহ মাধ্যমিক/সমমান পাস।
পদের নাম: টুপাস (পুরুষ)
পদের নাম: ৫ম শ্রেণি পাস।
আগ্রহী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।