কৃষিশিল্প-বানিজ্য
বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নিন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন স্পেনের কৃষিখাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেয়ার জন্য স্পেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরানচা গনজালেজ লায়ারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান। খবর বাসসর।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘কৃষি খাত’ উন্নয়নে স্পেন বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এ সময় স্পেনের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ ধান উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীতে চতুর্থ ও সবজি উৎপাদনকারী দেশ হিসেবে পঞ্চম স্থানে রয়েছে। তিনি বলেন, করোনা (কোভিড-১৯) পরবর্তী পরিস্থিতিতে কৃষি-উৎপাদন সামলে নিতে স্পেন বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে পারবে। এ সময় ড. মোমেন, বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি চিংড়ি, জাহাজ, পাটজাত পণ্য, ওষুধ ও পিপিইসহ সেদেশের জন্য প্রয়োজন এমন দ্রব্যসামগ্রী আমদানি করার জন্য স্পেনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।
/আরএম