দেশজুড়ে

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবেঃ সজীব ওয়াজেদ জয়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, অন্যদের কাছ থেকে নিয়ে ব্যবহার নয়, দেশেই তৈরি হবে প্রযুক্তি। আর এ লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর মিনিস্টারিয়াল কনফারেন্সে দেয়া তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, এই লক্ষ্য পূরণে গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলের ভার্চুয়াল স্টুডিও থেকে যোগ দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সেন্টার অব এক্সিলেন্স তৈরি করছি। নজর দেয়া হচ্ছে গবেষণার ওপর।’

শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আরও কয়েকটি দেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রিরাও এই অনুষ্ঠানে কথা বলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close