স্বাস্থ্য

বাংলাদেশ করোনা প্রতিকারে যে ওষুধ ভাল কাজ করছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে মহামারী করোনা ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষধ এখন পর্যন্ত আবিস্কার না হলেও অ্যাজিথ্রোমাইসিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন গ্রুপের ওষুধগুলো ভাল কাজ করছে।

অধিদপ্তরটি জানাইয়েছে, করোনাক্রান্ত বেক্তির শরীরে এই ওষুধ প্রয়োগ করে ভাল ফলাফল পাওয়া যাচ্ছে। রীতিমত কাজও করছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছে, দেশে এখন এ গ্রুপের ওষুধ মজুদ আছে। এগুলো করোনার চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএইচে দেয়া হবে। তবে কেউ এটি বাজারজাত করতে পারবে না। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করা যাবে।

দেশে ২০ হাজার রোগীকে চিকিৎসা দেয়ার মতো ওষুধ তাদের কাছে মজুদ আছে জানিয়ে তিনি বলেন,যুক্তরাষ্ট্র, ইরান, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমিত ব্যক্তিদের ওপর এ জাতীয় ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close